সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০২৩ ২১:৫৭

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি)  সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘আইসিসি বোর্ড আজ এক বৈঠকে মিলিত হয়। বোর্ডের সদস্যরা সবাই একমত হয়েছেন যে, শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসির একটি সদস্য হিসেবে তার নিয়ম প্রতিপালনে ব্যর্থ হয়েছে। বিশেষ করে, সংস্থাটি স্বায়ত্তশাসিতভাবে নিজের কার্যক্রম পরিচালনা করতে পারছিল না। পাশাপাশি ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপও আইসিসির বিধির পরিপন্থী।’

আইসিসি আরও জানায়, এসএলসির ওপর স্থগিতাদেশের ধরণ কেমন হবে, তা আইসিসি বোর্ড শিগগিরই জানিয়ে দেবে।

চলতি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায়, বিশেষ করে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বীপদেশে সমালোচনার ঝড় ওঠে। তখন ক্রিকেট বোর্ডের সবাইকে পদত্যাগের আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী। বোর্ড সচিব ছাড়া বাকিরা পদত্যাগ না করায় ক্রীড়ামন্ত্রী পুরো বোর্ডকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেন। যদিও পরে হাইকোর্ট সেই আদেশ বাতিল করেছেন। এরপরও আইসিসি এসএলসির বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ করায় সংস্থাটিকে বরখাস্ত করল।

আপনার মন্তব্য

আলোচিত