স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২৪ ১১:৩৩

৫১১ রানের পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে

সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও কি একই পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের? মাঠ-পরিস্থিতি যা বলছে তাতে আশাবাদী হওয়ার কিছু পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে ৫১০ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

চতুর্থ ইনিংসে জিততে রেকর্ড করতে হবে বাংলাদেশকে; ৫১১ রানের পাহাড় ছোঁয়ার লক্ষ্য তাদের।

এই টেস্টের পারফরম্যান্স দেখলে আশাবাদী হওয়ার কারণ নাই। শ্রীলঙ্কার প্রথম ইনিংস করা ৫৩১ রানে জবাবে মাত্র ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করলে লক্ষ্য দাঁড়ায় ৫১১।

দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

আজ আরও ৭৩ ওভারের পর আগামীকাল আছে প্রায় ৯০ ওভার। এ ম্যাচ ড্র করতে গেলেও তাই নিজেদের রেকর্ড ভাঙতে হচ্ছে বাংলাদেশকে, সেটি বলাই যায়। আপাতত চ্যালেঞ্জ শ্রীলঙ্কান পেসারদের সামলানো।

আপনার মন্তব্য

আলোচিত