স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৪ ০২:৩৯

বিপিএলে যাদের নিয়ে দল গড়ল সিলেট স্ট্রাইকার্স

বিপিএল ২০২৫- প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। পুরনো ক্রিকেটারদের মধ্য থেকে ধরে রাখা, ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে আবদ্ধ করার পর ড্রাফট থেকে বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি।

আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সোমবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় আগামী বিপিএলের প্লোয়ার্স ড্রাফট।

সিলেট স্ট্রাইকার্স ড্রাফটের আগে নিশ্চিত করেছে তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি (স্কটল্যান্ড) ও পল স্টার্লিংকে (আয়ারল্যান্ড)।

দলটিতে দেশি ক্রিকেটার হিসেবে আছেন রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান) ও রিস টপলি (ইংল্যান্ড)।

সিলেট স্ট্রাইকার্সে যোগ দেওয়া জর্জ মুনসি স্কটিস উদ্বোধনী ব্যাটার। বিগ হিটার হিসেবে তার খ্যাতি রয়েছে। জিম-আফ্রো টি-১০ লিগে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেন তিনি এই সেপ্টেম্বরে, যেখানে ছিল ৬টি চার ও ১০টি ছক্কার মার।

আপনার মন্তব্য

আলোচিত