স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪ ১১:৫৯

ব্যালন ডি’অর জিততে আমাকে এরচেয়ে ১০ গুন ভালো খেলতে হবে: ভিনিসিয়াস জুনিয়র

ধারণা করা হচ্ছিল ভিনিসিয়াস জুনিয়রই জিততে যাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। সব জায়গায় এগিয়ে ছিলেন তিনিই। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে হেরে গেলেন তিনি। ব্যালন ডি’অর উঠল রদির হাতে।

রদ্রি গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।

সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই যে ব্যালন ডি’অর উঠছে, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই তারা প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করেছে। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।

ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়াসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও তিনি নিজে ছিলেন চুপ। অবশেষে নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়াস।

ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

আপনার মন্তব্য

আলোচিত