১০ নভেম্বর, ২০২৪ ০৯:২৯
ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত আর বল হাত হাতে নাসুম আহমেদ; আফগানিস্তানের বিপক্ষে জয়ের রসায়ন এটাই। এ সুবাদে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (৯ নভেম্বর) আফগানদের ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুঁটিয়ে যায় হাসমতউল্লাহ শহিদির দল। ফলে সিরিজে ফিরল ১-১ সমতা।
আফগানদের পক্ষে রহমত শাহ সর্বোচ্চ ৭৬ বলে ৫২ রান করেন। সিদ্দিকুল্লাহ অটলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান।
বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম ৮.৩ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে আফগানদের গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ২৫২ রানের পুঁজি গড়ে। শান্ত ১১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন। শেষ দিকে জাকের আলি খেলেন ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস। ১ চার ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
এছাড়া সৌম্য সরকার ৪৯ বলে ৩৫, নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রান করেন।
আপনার মন্তব্য