স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩৪

জিরোনাকে হারিয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল মাদ্রিদ

জিরোনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার কাছাকাছি এসেছে রিয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে রিয়ালের পার্থক্য এখন মাত্র ২ পয়েন্টের। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলায় রিয়ালের হাতে সুযোগ রয়েছে কাতালানদের টপকে যাওয়ার। ১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। ১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৯।

রিয়ালের সামনে এই সুযোগটা আসার পেছনে বার্সারও ভূমিকা রয়েছে। রিয়াল বেটিসের কাছে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানোয় সুবিধা হয়েছে রিয়ালের।

শনিবার (৭ ডিসেম্বর) জিরোনার মাঠে হওয়া ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল তিনটি করেন জুড বেলিংহাম, আর্দা গুলার ও কিলিয়ান এমবাপে।

৩৬ মিনিটে রিয়ালকে প্রথম লিড এনে দেন জুড বেলিংহাম। ডান পায়ের শটে গোল করেন তিনি। এ নিয়ে লা লিগায় টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। বেলিংহামের অ্যাসিস্টে জিরোনার জালে বল পাঠান তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার।

রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে। ৬২ মিনিটে তার গোলে ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কসরা।

আপনার মন্তব্য

আলোচিত