
২০ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫১
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া বাফুফের পেজে প্রকাশিত ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’
হামজা চৌধুরীর বাবা বাংলাদেশি। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তবে তার মা গ্রানাডার। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এই কারণে তার ইংল্যান্ড, বাংলাদেশ ও গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল।
তবে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। তবে শেষ পর্যন্ত এই জটিলতা কেটেছে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নামছে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হতে পারে হামজার।
আপনার মন্তব্য