স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৫ ১৩:১৩

অস্বস্তির অতীত ঘুচিয়ে হংকং-চায়নার বিপক্ষে জয়ে আশাবাদী বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকং-চায়নার বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। এমন পরিস্থিতিতে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং-চায়নার বিপক্ষে রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত এখনো তাজা। তবে তার আগে ভারতের মাটিতে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

হংকং-চায়নার সঙ্গে বাংলাদেশ আগে কখনো জয় পায়নি। দুদলের চার দেখায় একবারও হাসতে পারেনি লাল-সবুজের দলটি। দুটিতে পরাজয়ের সঙ্গে সমানসংখ্যক ম্যাচে ড্র করেছে।

হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯ বছর আগে। ২০০৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত এএফসি কাপের সেই ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমান র‍্যাঙ্কিংয় বিবেচনায়ও বাংলাদেশের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে সফরকারীরা। তাদের ফিফা র‍্যাঙ্কিং ১৪৬, যেখানে বাংলাদেশের ১৮৪।

আপনার মন্তব্য

আলোচিত