স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৫ ০০:৪৭

ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো: ব্লুমবার্গ

মার্কিন আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় হয়েছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিট সম্পদের ভিত্তিতে পর্যবেক্ষণ করা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথমবারের মতো রোনালদোর সম্পদের হিসাব যুক্ত হয়েছে।

ব্লুমবার্গ রোনালদোর পুরো ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও ব্র্যান্ড-সমর্থন (এন্ডোর্সমেন্ট) অন্তর্ভুন্ত করে বলেছে, তার মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার (১.৪ বিলিয়ন)। বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৫৪ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতনবাবদ ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। তার আয়কে চুক্তি ও স্পনসরশিপভিত্তিকভাবে বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সঙ্গে এক দশকব্যাপী চুক্তি। নাইকির সঙ্গে রোনালদোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন। ওই সময় তার বাৎসরিক বেতন ধরা হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বেশি। এ বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে দুই বছরের জন্য নবায়ন করেছেন। এই চুক্তির আর্থিক মূল্যও ৪০ কোটি ডলারের বেশি।

ব্লুমবার্গের তথ্য অনুসারে, লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের ১ ভাগ। তবে খেলার মাঠ থেকে অবসর নেওয়ার পর ইন্টার মিয়ামির মালিকানার অংশ পাওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার।

আপনার মন্তব্য

আলোচিত