
০৯ অক্টোবর, ২০২৫ ২৩:৩০
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং-চায়নার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে গেছে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯অক্টোবর) ‘সি’ গ্রুপে ম্যাচটি ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ।
বদলি নেমে হ্যাটট্রিক করে হংকং-চায়নার জয়ের নায়ক রাফায়েল মার্কিস। দলটির পক্ষে অন্য গোলটি করেন এভারটন কামারগো। বাংলাদেশের পক্ষে গোল করেছেন হামজা, শেখ মোরছালিন ও সামিত সোম।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। হামজা-জাদু। ম্যাচের বয়স তখন ১৩ মিনিট। প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের ফ্রি-কিকে গোল আদায় করে নেন হামজা। কাছের পোস্টকে লক্ষ্য করে বেশ জোরের সঙ্গে শটটি নেন হামজা, যা হংকং চায়নার ম্যাট ওরের মাথায় হালকা ছোঁয়া লেগে জালে জড়ায়। এর আগে ফয়সাল আহমেদ ফাহিমকে লিওন জোন্স ফাউল করায় ফ্রি-কিকটি পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে চতুর্থ ম্যাচে হামজার এটি দ্বিতীয় গোল। গত জুনে ভুটানের বিপক্ষে এই মাঠেই বাংলাদেশের জার্সিতে প্রথম গোলটি পেয়েছিলেন হামজা। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে হেডে গোলটি করেছিলেন তিনি। সেটি ছিল লাল-সবুজ জার্সিতে তার দ্বিতীয় ম্যাচ।
প্রথমার্ধের যোগ করা সময়ে সেট পিস থেকে গোল আদায় করে ম্যাচে সমতা ফেরায় হংকং চায়না (১-১)। গোলটি করেন ব্রাজিলে জন্ম নেওয়া এভারটন কামারগো।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বদলি নেমে ৫০তম মিনিটে গোলটি করেন রাফায়েল মার্কিস (২-১)।
২-১ গোলে পিছিয়ে পড়ার পর কোণঠাসাই হয়ে পড়ে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরা অবশ্য দ্বিতীয় গোল হজমের পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। ৫৯ মিনিটে সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে সামিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামেদুলকে মাঠে নামান। কিন্তু তাতে বাংলাদেশের খেলার ছন্দে খুব একটা বদল আসেনি। উল্টো ৭৪ মিনিটে মার্কিস তার দ্বিতীয় গোল আদায় করেন।
৩-১ গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশ ম্যাচ থেকেও এক রকম ছিটকে যায়। তবে ৮৪ মিনিটে হংকং গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোল আদায় করেন শেখ মোরছালিন (৩-২)। তাতে ম্যাচে জাগে রোমাঞ্চ।
এরপর ৯ মিনিটের যোগ করা সময়ে সামিত সোমের গোলে স্কোরলাইন ৩-৩ করে বাংলাদেশ। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রাফায়েল হ্যাটট্রিক তুলে নিয়ে বাংলাদেশকে হতাশায় পোড়ান।
এই হারের ফলে এশিয়ান কাপের মূল পর্বের আশা কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার তলানিতে হাভিয়ের কাবরেরার দল।
আপনার মন্তব্য