সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৬ ১২:৫২

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনো রিজার্ভ ডেও নেই। মাঠে বল না গড়ালে তাই দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে হিমালয়ের কোলের ধর্মশালা শহরে। সেই সঙ্গে তাপমাত্রাও নেমে এসেছে অনেক নিচে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে বৃষ্টি থামলেও যে কোনো মুহূর্তেই আবার শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে, সকালে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, তবে রাত গড়ালে সেটি আরও নিচে নেমে যেতে পারে। তার ওপর রাতে ধর্মশালায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সে ক্ষেত্রে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু ম্যাচের ভাগ্য নিয়েই এখন অনিশ্চয়তা।

বৃষ্টি প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে পরশু বাংলাদেশ-ওমান ম্যাচেও । আবহাওয়া পূর্বাভাসে ওই দিনও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনার কথা বলা আছে। মাশরাফিদের এখন বৃষ্টি নিয়েই তাই দুশ্চিন্তা করতে হচ্ছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে ইতোমধ্যেই শুভসূচনা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত