স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০১৬ ১৮:৩৬

বৃষ্টি চলছে ধর্মশালায়

ধর্মশালায় বৃষ্টি যেনো পিছুই ছাড়ছে না। রোববার সকালে রোদ হেসে উঠলেও দুপুর থেকে শুরু হয়েছে ফের বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলছিলো। ফলে নির্ধারিত সময়ে শুরু হয়নি আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ।

বাংলাদেশ-ওমান ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। বৃষ্টি নামার আগে টসও হয়ে গেছে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের। আর তাতে টস জিতে ফিল্ডিং নিয়েছে আয়ারল্যান্ড। বৃষ্টি থামলে এই ম্যাচটি ৮ ওভারের হবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

আবহাওয়ার খবরে বলা হয়েছে সন্ধ্যার পর প্রবল বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশ-ওমান ম্যাচটি বৃষ্টিহীন হবে কিনা সেটা সময়ই বলে দেবে।

এদিকে বাংলাদেশের স্কোয়াডে আজকের ম্যাচে কোনও পরিবর্তন আসার সম্ভাবনা নেই। গত ম্যাচের স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আবু হায়দার, তাসকিন আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত