অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০১৬ ০১:২০

১৪ বলের স্পেলে শূন্য রানে ৬ উইকেট!

কলকাতায় স্থানীয় ক্রিকেটে মাত্র ১৪ বলের এক বিধ্বংসী স্পেলে শূন্য রানে ছয় উইকেট নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়।

শনিবার সিএবি প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপে এই লেগস্পিনারের ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে মহমেডান স্পোর্টিং। ভবানীপুরের বিরুদ্ধে মাত্র ৩৭ রানে শেষ হয়ে যায় মহমেডান। ২৫৩ রানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ভবানীপুর।

ম্যাচে ঋত্বিকের বোলিং পরিসংখ্যান ২.২-২-০-৬।

ম্যাচের পর আপ্লুত ঋত্বিক বলেছেন, ‘আমি ঘটনাটা এখনও বিশ্বাস করতে পারছি না। যখন মাঠ ছাড়ছিলাম, সতীর্থরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল।’

২৩ বছরের এই লেগস্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল বোর্ড পরিচালিত অনূ্র্ধ্ব ২৩ টুর্নামেন্টে। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে বোলিং অ্যাকশন শুধরে আসেন ঋত্বিক। ক্লাব কোচ আব্দুল মুনায়ম বলেছেন, ‘ওর আত্মবি‌শ্বাসটা অসাধারণ। শুক্রবার ম্যাচের প্রথম দিনের পরেই বলেছিল, দলকে ও একাই কোয়ার্টার ফাইনালে তুলে দেবে। তাই হল।’

মিড ডে জানিয়েছে, ঋত্বিক নিজেকে অল রাউন্ডার বলেই দাবি করেন। এরপর বাংলার হয়েও খেলতে চান তিনি। তিনি বলেন, আমি স্বপ্ন দেখি একদিন টিম ইন্ডিয়ার হয়ে খেলব। দেশ-বিদেশের বহু ক্রিকেট তারকাই তাঁর আদর্শ। ঋত্বিক বলেন, ব্যাটিং-এ তাঁর আদর্শ সচিন তেন্ডুলকর এবং বোলিং-এ ইংলিশম্যান গ্রেম স্বোয়ান।

আপনার মন্তব্য

আলোচিত