স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০১৬ ২০:২৫

ধোনীর নেতৃত্বে জিম্বাবুয়ে যাচ্ছে ভারতের দ্বিতীয় সারির দল

আগামী মাসে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টানা আইপিএল খেলার ক্লান্তির কারণে দলের অনেক নিয়মিত সদস্যকেই বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে বিসিসিআই।

বিরাট কোহলি, রোহিত শর্মা , শিখর ধাওয়ানকে, আজাঙ্কা রাহানের মত তারকাদের বিশ্রাম দিলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে ঠিকই পাঠাচ্ছে তারা।  ঘোষিত দিলে ৫ ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। এদের মধ্যে চারজন আইপিএলের কারণে পরিচিত হলেও একেবারে অপরিচিত ব্যাটসম্যান ফায়াজ ফজলকে দলে নিয়ে চমক সৃষ্টি করেছে ভারত।  বাকি চার নতুন ক্রিকেটার হলেন ইয়ুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদব, করুন নায়ার, মান্দীপ সিং এবং লোকেশ রাহুল। আইপিএল শেষ হলেই জিম্বাবোয়ে উড়ে যাবেন ধোনিরা।

ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফায়াজ ফজল, মানিষ পান্ডে, করুণ নায়ার, আম্বাতি রাইডু, রিষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জসপ্রিত বুমরাহ, বারিন্দার স্রান, মান্দীপ সিং, কেদার যাদব, জয়দেব উনাড়কট, ইউজবেন্দ্র চাহালা।

আপনার মন্তব্য

আলোচিত