স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০১৬ ২০:৪৭

আকিব জাভেদকে চায় বিসিবি

হিথ স্ট্রিক পদত্যাগ করার পর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ নিয়ে বেশ আলোচনা চলেছে। নতুন কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় ছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।

তবে প্রসাদ আগেভাগেই বাংলাদেশের বিষয়ে অনীহা প্রকাশ করলে আকিব জাভেদ, ভাস ও চম্পকা রামানায়েককে নিয়েই ভাবতে থাকে বিসিবি।

তবে এবার হয়তো কোচ হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তে চলে এসেছেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল পাকিস্তানের সাবেক বোলার আকিব জাভেদকে তাসকিন-মাশরাফিদের বোলিং কোচের দায়িত্বে দেখতে চায় বিসিবি।

অবশেষে হচ্ছেও সেটাই। আরব আমিরাতের সাবেক এই কোচকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।

আজ বিসিবি সভাপিত নাজমুল হাসান পাপন জানিয়েছেন যে বোলিং কোচের দায়িত্ব নিতে পাকিস্তানের আকিভ জাভেদকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যেই তিনি তার মতামত জানাবেন বলেও জানান পাপন।

টি২০ বিশ্বকাপের পর আরব আমিরাতের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাভেদ। বর্তমানে পিসিএলে লাহোর দলের পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এই পেসার। তবে জাভেদ রাজি না হলে বিকল্প কোচের কথাও ভাবছে বিসিবি।

আপনার মন্তব্য

আলোচিত