নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০১৫ ২২:১১

ছুটির আমেজে দিন পার মুশফিক-রিয়াদ-সৌম্যদের

বড় ম্যাচের আগে চাঙ্গা হয়ে নিলেন ক্রিকেটাররা

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফের অস্ট্রেলিয়া তো আবার নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া । এমনই ভ্রমনের উপর আছে বাংলাদেশ দল । সুযোগ মিলছিল না বিশ্রামেরও । কোয়ার্টার ফাইনালের আগে পাওয়া গেল কিছুটা অবসর ।  গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে হ্যামিল্টন থেকে লম্বা জার্নি করে মেলবোর্ন পৌঁছে বিশ্রাম পেয়েছে বাংলাদেশ দল। পরদিন সবাইকে দেয়া হয়েছে ছুটি । যে যার মত করে ঘুরে বেড়িয়ে মনকে চাঙ্গা করবেন দেয়া হয়েছিল এমন স্বাধীনতাও ।



ছুটি পেয়ে সবাই যার যার মত ঘুরে বেড়িয়েছেন সারাদিন। কেউবা হোটেল রুমে আলসেমি করেই পার করে দিয়েছেন দিন । বাংলাদেশ দলের তরুন তুর্কি সৌম্য সরকার গিয়েছিলেন মেলবোর্নের এলবার্ট পার্কে অস্ট্রেলিয়ান গ্রান্ড প্রিক্সের ফর্মুলা ওয়ান দেখতে ।  নাসির -তাসকিন শপিং করেছেন, ঘুরেছেন ,খেয়েছেন । দুই ভায়রা রিয়াদ ও মুশফিক স্বপরিবারে চলে গিয়েছিলেন সমুদ্র সৈকত আর পাহাড়ে । নিজেদের মত আনন্দঘন সময় কাটিয়েছেন তারা।

সাকিব স্ত্রী শিশিরকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন । মাশরাফি-তামিম সহ বাকিরা হোটেলেই আড্ডা আর বিশ্রামে কাটিয়ে দিয়েছেন ক্রিকেটবিহীন ছুটির দিন ।

ছুটি শেষে কাল থেকে আবার কঠোর অনুশীলনে নামবেন টাইগাররা। ভারতের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচ খেলতে নামার আগে এরকম একটা ছুটির দিন বোধহয় দরকার ছিল সবার ।




 
 

আপনার মন্তব্য

আলোচিত