সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০১৫ ১৩:৩৪

বাংলাদেশের এক্টিভিস্টদের জয়জয়কার: মওকা-মওকা সরিয়ে নিলো ইউটিউব

বাংলাদেশের অনলাইন এক্টিভিস্টদের আর একটি জয় দেখতে পেলো ইউটিউব। ব্যাপক প্রতিবাদ আর টানা রিপোর্টিংয়ের মুখে বাংলাদেশকে কটাক্ষ করে পেপসির নামে করা বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয় ইউটিউব। এর আগে ভারতীয় গুণ্ডে সিনেমায় বাংলাদেশের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্যের জন্যে নেগেটিভ রিপোর্ট করে সে সিনেমাটিকে সর্বকালের নিকৃষ্ট সিনেমা হিসেবে রেট করা হয়।

সরিয়ে নেওয়া বিজ্ঞাপন ভিডিওর ভিউ সংখ্যা ছিল প্রায় তিন লাখ। যাদের অধিকাংশই নেগেটিভ রিপোর্টিং মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং কটাক্ষের প্রতিবাদ জানান।

ইউটিউবে এই ভিডিও আসার পর সিলেটটুডে২৪ ডট কম একাধিক রিপোর্ট প্রকাশ করে ভিডিও’র বক্তব্যগুলো প্রচারের মাধ্যমে বাংলাদেশের পক্ষে জনমত সংগঠনের ব্যবস্থা করে।

আপত্তিকর এই ভিডিওতে আপত্তিকর এই ভিডিওতে দেখা যায়- টি-শার্টের বুকে ইন্ডিয়া লেখা এক ছেলে বসে পেপসি খাচ্ছে। ইত্যবসরে কলিংবেল বাজলে ছেলেটি দরজা খোলে। দেখে টি-শার্টে বাংলাদেশ লেখা এক ছেলে দাঁড়িয়ে। হাতে পূজার ফুল, প্রাসাদসমেত একটা বক্স। আগের বিজ্ঞাপনগুলোর ধারাবাহিকতায় বুঝা যায় টি-শার্টের বুকে লেখা বাংলাদেশ ছেলেটি বাংলাদেশের সমর্থক এবং ইণ্ডিয়া লেখা ছেলেটি ইণ্ডিয়ার সমর্থক।

দরজার সামনে দাঁড়ানো ছেলেটি 'মওকা-মওকা' উচ্চারণ করে যার অর্থ দাঁড়ায় এবার ইণ্ডিয়াকে হারাবে বাংলাদেশ। ইণ্ডিয়ান ছেলেটি বিদ্রুপের হাসি হেসে ঘরের দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে। দেয়ালে রাখা এক বিশ্বমানচিত্র। যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে গোলচিহ্নে নির্দেশ করা এবং ঠিক উপরে লেখা "1971" এবং নিচে "INDIA CREATED BANGLADESH"। এই অংশটুকু দেখার পর বাংলাদেশ সমর্থক ছেলেটি ইন্ডিয়ার সমর্থকের পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়!

ইউটিউবে এই ভিডিও প্রচারের পর বাংলাদেশের তরুণেরা মওকা-মওকা বক্তব্যসম্বলিত একাধিক পাল্টা ভিডিও প্রচার করেন তবে সেখানে ভারতীয়দের পক্ষে করা নোংরামো ভিডিওর জবাবে বাংলাদেশ ক্রিকেটের জয় দিয়েই প্রচার চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত