
১৬ মার্চ, ২০১৫ ১৬:৩১
বিশ্বকাপে ভারতের বিপক্ষে এর আগে দুই ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল, দু’বারই পেয়েছিলেন অর্ধশতকের দেখা। পুরো ক্যারিয়ার জুড়ে তুলনামুলকভাবে ভারতের বিপক্ষে তাঁর ভাল এভারেজ। একই চিত্র স্ট্রাইকরেটের ক্ষেত্রেও!
বড় কোন টুর্নামেন্টে অন্যান্য দলগুলোর বিপক্ষে যা-ই খেলুন না কেন ভারতের বিপক্ষে দেখা যায় অন্য এক তামিম ইকবালকে। ভারতীয়রাও তাঁকে সমীহ করতে শুরু করেছে; পরিসংখ্যানই যার সুস্পষ্ট প্রমাণ।
পরিসংখ্যান জানান দিচ্ছে, সবসময়ই ভারতের মাথাব্যথার কারণ ছিলেন তামিম। আর ভারতীয় দলও তাকেই সবচেয়ে বিপজ্জনক মনে করে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছেন তামিম। ১২ ইনিংসে ৩৩.৪১ গড়ে পাঁচ অর্ধশতকসহ রান করেছেন ৪০১। স্ট্রাইকরেট ৮৪.৭৭। ৪৬টি চারের বিপরীতে ছয় মেরেছেন পাঁচটি। ক্যাচ নিয়েছেন দুইটি।
ভারতের বিপক্ষে তামিমের খেলা ১২ ইনিংস-৫১, ৪৫, ৭, ০, ৫৫, ৬০, ১৭, ২২, ৭০, ৭০, ০ ও ৪।
২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে করেছিলেন ৫১ রান। ২০১১ বিশ্বকাপে ৭০ রান। প্রশ্ন দাঁড়ায় তাহলে ২০১৫ বিশ্বকাপে কত হতে যাচ্ছে সে রান সংখ্যা, ধারাবাহিকতা রক্ষা করে আগের অংক ছাড়িয়ে যাবেন? তার জন্যে অপেক্ষা করতে হচ্ছে ১৯ মার্চ পর্যন্ত!
আপনার মন্তব্য