সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০১৫ ১৮:২১

বিশ্বকাপ ২০১৫: যেখানে ছুটছে সেঞ্চুরির ফুলঝুরি

ওয়ানডে ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে ওঠেছে। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ৪২ ম্যাচে এ পর্যন্ত এসেছে ৩৫টি শতরানের ইনিংস যার মধ্যে আছে আবার ক্রিস গেইলের দানবীয় ভয়ঙ্কর সুন্দর এক ডাবল সেঞ্চুরি!

এর আগের ১১টি বিশ্বকাপে সর্বমোট সেঞ্চুরি হয়েছিল ১২৭টি। কিন্তু ১২তম বিশ্বকাপের গ্রুপ পর্যায়েই এসেছে ৩৫টি সেঞ্চুরি। সামনে আরও ম্যাচ বাকি আছে- কে জানে এই সংখ্যা কত গিয়ে ঠেকে?

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়- ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে যেমন সেঞ্চুরি হয়েছিল মোটে ৬টি। বিশ্বকাপের প্রথম শতক ইংল্যান্ডের ডেনিস অ্যামিসের।

১৯৭৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে বোলারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ইংল্যান্ডের ওই আসরে কেবল ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ও স্যার ভিভ রিচার্ডস

একবার করে তিন অঙ্কের ইনিংস উপহার দিতে পেরেছিলেন। এখন পর্যন্ত এটাই সবচেয়ে কম শতকের (২টি) বিশ্বকাপ।

তৃতীয় বিশ্বকাপে শতকের সংখ্যা একটু বেড়ে ৮টি হয়। আর ১৯৮৭ সালে বিশ্বকাপের চতুর্থ আসরে শতকের সংখ্যা আরেকটু বেড়ে হয় ১১টি। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে ৮টি শতকের ইনিংস দেখার সুযোগ পায় ক্রিকেটপ্রেমীরা।

১৯৯৬ বিশ্বকাপে শতকের সংখ্যা বেড়েছিল বেশ। উপমহাদেশের এই আসরে ১৬টি শতকের ইনিংসের দেখা মিলেছিল। তবে ১৯৯৯ সালের আসরে শতকের সংখ্যা কমে যায়, সেবার ১১টি তিন অঙ্কের ইনিংসের দেখা মিলেছিল।

২০০৩ বিশ্বকাপ থেকে উল্লেখযোগ্যভাবে শতকের ইনিংস বাড়তে থাকে; অষ্টম আসরে শতকের সংখ্যা প্রথমবারের মতো কুড়ি পেরিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়ার ওই আসরে ২১টি শতক হয়েছিল। পরের বিশ্বকাপে অর্থাৎ ২০০৭ সালে শতক হয় ২০টি। আর ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপ শতকের রেকর্ড (২৪টি) গড়ে।

বিশ্বকাপ ২০১৫ ভেন্যু নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া হওয়ার কারণে অনেকেই ভেবেছিলেন ব্যাটসম্যানের চাইতে বোলারদের আধিপত্য থাকবে কিন্তু পূর্বেকার সব অনুমানকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফুলঝুরি ছুটছে।

গ্রুপ পর্বের ৪২ ম্যাচে হওয়া ৩৫টি শতকে আধিপত্য শ্রীলঙ্কার; বিশ্বকাপের গত দুই আসরের রানার্সআপ দলটির ব্যাটসম্যানরা খেলেছে ৮টি শতকের ইনিংস। দক্ষিণ আফ্রিকা ৫টি, ভারত ৪টি, ওয়েস্ট ইন্ডিজ ও অস্টেলিয়ার ব্যাটসম্যানেরা ৩টি করে শতক পেয়েছেন।

দুটি করে শতক করা দেশের তালিকায় আছে বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আর একটি করে শতক আছে নিউ জিল্যান্ড, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের।

ব্যক্তিগত শতকের তালিকায় সবার ওপরে আছেন কুমার সাঙ্গাকারা। টানা চারবার তিন অঙ্কের রান তুলে ওয়ানডেতে ইতিহাস গড়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের আগে বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও কেউ টানা চার শতক পাননি।

দুটি করে শতক আছে বাংলাদেশের মাহমুদুল্লাহ, ভারতের শিখর ধাওয়ান, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলেরের। এই চার জনের মধ্যে মাহমুদুল্লাহ আবার দারুণ কীর্তি গড়েছেন; বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ শতক পাওয়া ছাড়াও টানা দুই ম্যাচে তিন অঙ্কের রান তোলার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে এখনো সাত ম্যাচ বাকি। শতকের রেকর্ড তাই আরো ভারি হওয়ার সম্ভাবনা থাকছে- বলা যায় সতর্ক ভাবেই!

আপনার মন্তব্য

আলোচিত