স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০১৬ ১৬:০৫

নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ইংল্যান্ড, বিসিবির না

ইংল্যান্ডের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী একথা নিশ্চিত করেছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে ১ জুলাই রাতে গুলশানে সন্ত্রাসী হামলার পরদিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। আর বাংলাদেশ সফর নিয়ে শুনবে সরকারের পরামর্শ।

তবে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে বলে পরামর্শ দেন ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গ্যান। এর প্রেক্ষিতে নিজাম উদ্দিন জানান, নিরেপক্ষ ভেন্যুতে খেলাকে কোনো সমাধান হিসেবে দেখেন না তারা।

তিনি বলেন, ‘একটা দেশে ক্রিকেট খেলা বন্ধ হতে পারে না। এফটিপি কমিটমেন্ট পুরো করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি জানান, দেশের মাটিতে যেকোনো সিরিজের আগে প্রাক-সফর সভা বা আন্ত:মন্ত্রণালয় সভা হয়ে থাকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণলায় এই ব্যাপারে উদ্যোগ নিয়ে থাকে। তাদের সঙ্গে বিসিবির কথা হয়েছে এবং একটি প্রাক-সফর সভার দিকে তারা এগিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত