স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০১৬ ১৬:৩৭

ফের ফাইনালের দাবিতে ফ্রান্সে সমর্থকদের পিটিশন

রবিবার প্যারিসে ইউরোর ফাইনালে এদারের অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিক ফ্রান্সকে ১-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন পর্তুগিজ ফুটবলাররা। দেশজুড়ে সাজ সাজ রব।

অন্যদিকে উল্টো অবস্থা পরাজিত ফ্রান্সে। এই হার মেনে নিতে পারছেন না অনেক ফরাসি সমর্থক। ইউরো ২০১৬ এর ফাইনাল পুনরায় আয়োজনের জন্য একটি পিটিশন সই করতে শুরু করেছেন তারা। এরই মধ্যে ৯৫ হাজারের বেশি সমর্থক একটি পিটিশনে সই করেছেন। গতকাল ১১ জুলাই থেকে শুরু হয়েছে এই আরজি। একটি ওয়েবসাইটে চলছে আরজি। এখন সেটি পার্লামেন্টে তুলতে চান সমর্থকরা।

পিটিশনের শিরোনাম "ইউরো ২০১৬ এর ফাইনাল ম্যাচে রিপ্লে চাই"। ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফার উদ্দেশ্যে লেখা হয়েছে, "পর্তুগিজ প্রতারকরা এমন একটি ট্রফির যোগ্য না!" তবে কেন পর্তুগালকে প্রতারক বলা হচ্ছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

আপনার মন্তব্য

আলোচিত