স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ০১:২৩

‘পাকিস্তানিদের থেকে অভদ্র আর কেউ নেই’

‘পাকিস্তানিদের থেকে অভদ্র আর কেউ নেই’- এমন বক্তব্য যদি পাকিস্তানি কোন ক্রিকেটারের মুখে শোনা যায় তাহলে একটু অবাক হতেই হয়। লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হতে পুরোপুরি তৈরি পাকিস্তান। চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখে। তার আগে ইংল্যান্ডের একটি দৈনিকে এমনটাই বললেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।

২০১০ সালের পরে ছয় বছর পরে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলো পাকিস্তান। তখনই ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রটের সাথে কথা কাটাকাটি হয় রিয়াজের। সেদিনের কথা স্মরণ করে রিয়াজ বলেন, ‘সে কিছুটা অভদ্র ছিলো আর অভদ্রতায় একজন পাকিস্তানিকে কখনো পিছনে ফেলা যায় না। যখন দরকার হয় তখন আমরা সর্বোচ্চ অভদ্র হতে পারি। আমরা ভালো তবে কেউ অভদ্রতা করলে ছাড়ি না।’

ট্রট তার উপরে হতাশা প্রকাশ করেছিলেন, এমনটাই ভাবেন রিয়াজ। তিনি বলেন, ‘তিনি সামান্য অভদ্র ছিলেন। তিনি রাগান্বিত ছিলেন। ওয়ানডেতে রান করতে পারছিলেন না। সে হতাশাই তিনি আমার উপরে প্রকাশ করেছেন।’

এরআগে ২০১৫ সালে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটসম্যান সৌম্য সরকারের সাথেও রিয়াজের কথা কাটাকাটি হয়।

আপনার মন্তব্য

আলোচিত