স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৭:০৬

সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় মাশরাফি

বাংলাদেশ দলের সফলতম অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ২০১৫ সালে তাঁর নেতৃত্বে ক্রিকেটবিশ্বে দাপট দেখিয়েছে টাইগার বাহিনী।

এমন সাফল্যের সুবাদে মাশরাফি হয়ে উঠেছেন ক্রিকেটে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন। এ তালিকায় টাইগার অধিনায়কের অবস্থান চতুর্থ। অন্তত ২৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।

মাশরাফির অধীনে দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। আর সর্বশেষ সফলতা চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে। সেবারই প্রথম দলকে তিনি নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।

সেরা ওয়ানডে অধিনায়কের তালিকায় নড়াইল এক্সপ্রেসের আগে অবস্থান করছেন ক্লাইভ লয়েড, হেনসি ক্রোনিয়ে ও রিকি পন্টিং। সফলতার দিক দিয়ে মাশরাফি বেশ পেছনে ফেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক ও ভিভ রিচার্ডসকে।

সাফল্য বিচারে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়কদের তালিকা:

১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%

২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%

৩. হ্যান্সি ক্রোনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%

৪. মাশরাফি বিন মুর্তজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%

৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২%

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%

৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%

৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%

৯. শন পোলক ৬৪.০৬%

১০. ওয়াকার ইউনিস ৬১.৬৬%

১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%

১২. ইনজামাম উল হক ৬১.৪৬%

১৩. অ্যালান বোর্ডার ৬১.৪২%

১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%

১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%

আপনার মন্তব্য

আলোচিত