ক্রীড়া প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৬ ১০:৩১

দিনের দ্বিতীয় বলেই সাকিবের ‘আত্মাহুতি’, বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

তৃতীয় দিন সকালে তাঁর দিকেই তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। তিনি উইকেটে আছেন বলেই লীড নেয়ার সাহস পাচ্ছিলেন অনেকে। সেই সাকিব আল হাসান কিনা এভাবে আউট হলেন!

দিনের প্রথম বলটি টেকিয়ে দ্বিতীয় বলেই উইকেটে থেকে অকারনে বেরিয়ে এসে তুলে মারতে চাইলেন মইন আলিকে। বল ব্যাটে লাগল না। সহজ স্টাম্পিং করতে কোন বেগ পেতে হল না জনি বেয়ারস্টোকে।

 সাকিব ফিরে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২২১/৬ পরিণত হয়। একই স্কোরে আউট হয়েছিলেন মুশফিকও। শুরুতেই সাকিব আউট হয়ে যাওয়ায় এই টেস্ট ঘিরে বাংলাদেশে অনেক পরিকল্পনাই বদলে গেল। সাকিবের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি নাইটওয়াচম্যান শফিউল ও অভিষিক্ত মেহেদি মিরাজ। ২৩৮ রানে ৮ উইকেট হারিয়ে উল্টো ইংল্যান্ডের বড় লীড পাওয়ার পথ প্রশস্ত হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত