সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৬ ১০:২৫

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

কায়ান্টের প্রভাবে ঢাকায় বৃষ্টি হলেও সময়মত ঢাকা টেস্টের টস হয়েছে, এবং খেলাও শুরু হয়েছে। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ এই টেস্ট মুশফিকের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি হচ্ছে তার। চার স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। এক পেসার। অফ স্পিনার শুভাগত হোম ঢুকেছেন একাদশে।

প্রায় ১৫ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ খেলেছে তারা। ইংল্যান্ডকে ম্যাচটায় হারাতেও পারতো। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচে শেষে ২২ রানে হেরেছে টাইগাররা। তবে ওখান থেকে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়েই ঢাকা টেস্ট শুরু করছে তারা।

ইংল্যান্ড এই ম্যাচে তিন স্পিনার খেলাচ্ছে। ২৪ বছরের বাঁ হাতি স্পিনার জাফর আনসারির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মঈন আলি, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টিভেন ফিন।

আপনার মন্তব্য

আলোচিত