স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০১৭ ১০:১৩

মালাগাকে হারাল বার্সেলোনা

দুর্বল মালাগাকে হারিয়ে জয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার রাতে কাম্প নউয়ে লা লিগায় মালাগাকে ২-০ গোলে হারায় তারা।

জেরার্দ দেউলোফেউয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। গত সপ্তাহে লিগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ভালভেরদের দল।

গত মৌসুমে মালাগার বিপক্ষে বার্সেলোনার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর এপ্রিলে অ্যাওয়ে ম্যাচে ২-০ এ হেরে বসে কাতালান ক্লাবটি।

রেফারির ভুল সিদ্ধান্তে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুকাস দিনিয়ের কাটব্যাক পেয়ে বল জালে পাঠান জেরার্দ দেউলোফেউ। তবে ফরাসি ডিফেন্ডার দিনিয়ে বল বাড়ানোর আগেই তা বাইলাইন পেরিয়ে গিয়েছিল বলে দাবি তোলে অতিথিরা; কিন্তু রেফারি সাড়া দেননি। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায়, বল ঠিকই বাইরে চলে গিয়েছিল।

২৬তম মিনিটে আবারও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। মালাগার ডি-বক্সের ঠিক বাইরে তাদের স্প্যানিশ ডিফেন্ডার লুইস এরনান্দেস কাঁধ দিয়ে বল ঠেকালেও হ্যান্ড বলের অভিযোগে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। সে যাত্রায় অবশ্য কোনো বিপদ হয়নি তাদের।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পাস ধরে ডি-বক্সের মধ্যে বাঁ থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের কোনাকুনি শট ডিফেন্ডার রোজালেজের পায়ে লেগে জালে ঢুকে যায়।

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট পেয়েছে।

আরেক ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভালেন্সিয়া। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ আতলেতিকো মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত