ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৭ ১৬:১৫

নাসির-শান্তকে সতর্ক করলেন ম্যাচ রেফারি

৬ মিনিট দেরিতে টস করতে আসায় সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করা হয়েছে।

বিপিএলের প্রথম দিনে ঢাকা ডায়নাইটস ও সিলেট সিক্সার্সের টস হওয়ার কথা দুপুর দেড়টায়, কিন্তু সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেন মাঠে ঢুকেন ছয় মিনিট পর। ‘কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী যা লেভেল-১ মাত্রার অনিয়ম।

শনিবার ম্যাচ শেষ মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন দেরি করায় হাসিবুল ও নাসিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খেলা শেষে ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। তবে ধারা অনুযায়ী দুজনের একাউন্ট জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট।

টুর্নামেন্ট চলাকালীন কেউ ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।  যেকোনো ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে দুদলের টস করা হয়। নির্ধারিত সময়ে অধিনায়কদের টসে আসার বাধ্যকতা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত