ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০১৭ ১১:২০

বিপিএলের শেষ চারের সময়সূচী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল টি-টোয়েন্টির এবারের আসরে শেষ ৪ দল নিশ্চিত হয়ে গেছে। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। শেষ চারে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। বৃহস্পতিবার কোনো খেলা নেই। শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।

শুক্রবার এলিমিনেটর ম্যাচে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে- মানে, খুলনার (তৃতীয়) বিপক্ষে লড়বে রংপুর (চতুর্থ)। এই ম্যাচে যে দল হারবে, তারা ছিটকে পড়বে আসর থেকে। জয়ী দল আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের। এই ম্যাচে যে দল জিতবে, তারা ফাইনালে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। এবার বিপিএল শিরোপা কার ঘরে যাচ্ছে, সেটি নির্ধারণ হবে আগামী মঙ্গলবারের ফাইনাল ম্যাচে।

দেখে নেয়া যাক বিপিএল ২০১৭’র শেষ চারের সময়সূচী

তারিখ

ম্যাচ

মুখোমুখি

সময়

ভেন্যু

 

৮ ডিসেম্বর, শুক্রবার

 

এলিমিনেটর

খুলনা টাইটান্স
বনাম
রংপুর রাইডার্স

 

দুপুর ২টা

 

মিরপুর

৮ ডিসেম্বর, শুক্রবার

 

১ম কোয়ালিফায়ার

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বনাম
ঢাকা ডায়নামাইটস

 

 সন্ধ্যা ৭টা

 

মিরপুর

১০ ডিসেম্বর, রোববার

 

২য় কোয়ালিফায়ার

এলিমিনেটর জয়ী
বনাম
১ম কোয়ালিফায়ার বিজেতা

 

 সন্ধ্যা ৬টা

 

মিরপুর

১২ ডিসেম্বর, মঙ্গলবার

 

ফাইনাল

১ম কোয়ালিফায়ার জয়ী
বনাম
২য় কোয়ালিফায়ার জয়ী

 

সন্ধ্যা ৬টা

 

মিরপুর

আপনার মন্তব্য

আলোচিত