স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৭ ১৮:১৭

মুশফিককে অব্যাহতি, টেস্ট অধিনায়ক সাকিব

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে মুশফিকুর রহিমকে অব্যাহতি দিয়েছে বিসিবি। নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।

টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবালকে করা হয়েছে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক।

মাশরাফি মুর্তজা টি-টোয়েন্টি দল থেকে অবসরের পর গত এপ্রিলে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সাকিব। ওই সময় ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশ। যা স্থায়ী হয় কেবল দক্ষিণ আফ্রিকা সফরেই।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে মাশরাফির হাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়, আর মুশফিক শুধু থাকেন টেস্ট অধিনায়ক।

গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঠিক আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। এরপর টি-টোয়েন্টির অধিনায়ক হন সাকিব; এবার টেস্টেও পেলেন নেতৃত্ব।

আপনার মন্তব্য

আলোচিত