নিউজ ডেস্ক

০৬ জুলাই, ২০১৫ ১৫:৫০

চিলির জয় উদযাপনের সময় ব্যাপক লুটপাট, নিহত ৩

৯৯ বছরের প্রতীক্ষার অবসান ! তার ওপর আর্জেন্টিনার মতো পরাশক্তিকে কুপোকাৎ! সব মিলিয়ে চিলি সমর্থকদের আত্নহারা হওয়ারই কথা। কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আনন্দে আত্নহারা হয়ে খেই হারিয়ে ফেলে চিলির অনেক ফুটবল পাগল সমর্থক। আর পাগলপারা উদযাপনের সুযোগে লুটপাটের অভিসন্দিও আটেঁ এক শ্রেণীর দুবৃর্ত্ত।

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ। তবে উদযাপনের ভাষাটা স্বাভাবিক ছিল না। উদযাপনের নামে এক শ্রেণির মানুষ ব্যাপক লুটপাট শুরু করে। এখানেই শেষ নয়, উদযাপনকালে গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গাড়িচাপায় মারা গেছেন আরো দু'জন।

শনিবার রাতে ছাত্রছাত্রীদের বিজয়োল্লাসের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে কে বা করা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও বিজয় মিছিলের সময় দক্ষিণ সান্টিয়াগো শহরে প্রায় ১০০ জনের একটি দল এক সুপার মার্কেটে লুট করার চেষ্টা চালায়। একই দিন পাবলো মোরা (৯০) এবং মার্কো অ্যান্টিনিও (৪৮) নামের দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত