স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৯ ১৭:১২

বিপিএলের মাঠে দর্শক টানতে বদলালো ম্যাচ শুরুর সময়

দর্শকপূর্ণ থাকে টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু এবারের বিপিএলে ম্যাচের পর ম্যাচে গ্যালারি ফাঁকা থাকছে। তাই মাঠে দর্শক টানতে বদলানো হয়েছে ম্যাচ শুরুর সময়।

শনিবার থেকে দিনের প্রথম ম্যাচ শুরু হবে আগের থেকে এক ঘণ্টা দেরিতে দুপুর দেড়টায়।

শুক্রবার ছাড়া অন্য দিনগুলিতে প্রথম ম্যাচ শুরুর আগের সময় ছিল দুপুর সাড়ে ১২টা। শনিবার থেকে এই ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগের সময় ছিল বিকেল ৫টা ২০। এখন সেটি শুরু হবে সাড়ে ৬টায়।

শুক্রবারে ম্যাচ শুরুর সময়ে বদল আসেনি। প্রথম ম্যাচ শুরু হবে এ দিন দুইটায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।

বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, টেকনিক্যাল কমিটির প্রধান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, মাঠে দর্শক বেশি টানতেই সময় পেছানো হয়েছে। প্রথম কয়েকদিনে মাঠে প্রত্যাশিত দর্শক হয়নি। তাই সময় পেছানো হলো।

তিনি বলেন, দেড়টায় খেলা শুরু হলে অন্তত অনেক ছাত্র-ছাত্রী হয়তো ক্লাস শেষ করে মাঠে আসতে পারবে। সন্ধ্যার ম্যাচটিও সাড়ে ৬টায় হওয়ায় চাকরিজীবী অনেকে মাঠে আসতে পারবেন।

আমরা তো নিশ্চয়তা দিতে পারব না যে দর্শক আসবেই, তবে তাদের মাঠে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন বলে জানান জালাল ইউনুস।

আপনার মন্তব্য

আলোচিত