স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ ১০:০৬

ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ

ইন্দোর টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে বিপক্ষে এক ইনিংস ও ১৩০ রানে জয় পেয়েছে ভারত।

ইন্দোরে প্রথম টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির পর বাংলাদেশ অলআউট হয় ২১৩ রানে।

বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৪ রান করেন। ভারতের সফল বোলার ছিলেন মোহাম্মদ শামি, তিনি নেন ৪ উইকেট, এছাড়াও অশ্বিন নেন ৩ উইকেট।

এরআগে, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৫০ রানে। জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ছিল ৩৪৩ রানে।

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ইডেনের ওই টেস্ট দিবা-রাত্রির টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৯.২ ওভারে ২১৩ (সাদমান ৬, ইমরুল ৬, মমিনুল ৭, মিঠুন ১৮, মুশফিক ৬৪, মাহমুদুল্লাহ ১৫, লিটন ৩৫, মেহেদী ৩৮, তাইজুল ৬, রাহী ৪*, ইবাদত ১, অতিরিক্ত ১৩; ইশান্ত ১/৩১, যাদব ২/৫১, শামি ৪/৩১, জাদেজা ০/৪৭, অশ্বিন ৩/৪২)

ফল: বাংলাদেশ এক ইনিংস ও ১৩০ রানে পরাজিত; সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দ্যা ম্যাচ: মায়াঙ্ক আগারওয়াল।

ইবাদত আউট
ইবাদত হোসেন অশ্বিনের বলে যাদবের হাতে ক্যাচ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এক ইনিংস ও ১৩০ রানে পরাজিত হয়।

ইবাদত করেন ১ রান, ৪ রানে অপরাজিত থাকেন রাহী। বাংলাদেশ ৬৯.২ ওভারে অলআউট হয় ২১৩ রানে।

অবশেষে মুশফিকের বিদায়
একদিকে মুশফিক আর অন্যদিকে একের পর এক ব্যাটসম্যানের বিদায়ের পর অবশেষে নবম উইকেট হিসেবে মুশফিক দুর্গের পতন হয়েছে।

অশ্বিনকে তুলে মারতে গিয়ে চেতেশ্বর পুজারার ক্যাচে আউট হন মুশফিক। তার আগে করেন বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৬৪ রান। মুশফিকের ১৫০ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার।

বাংলাদেশের রান ২০৮/৯।

তাইজুল ইসলামের সঙ্গে যোগ দিয়েছেন ইবাদত হোসেন।

শামির ৪ উইকেট, তাইজুল আউট
মোহাম্মদ শামির চতুর্থ শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তাইজুল ইসলাম। ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা।

আউট হওয়ার আগে তাইজুল খেলেন ৪৩ বল, রান করেন ৬। বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। রান ২০৮।

মুশফিকের (৬৪ রান) সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী।

বাংলাদেশের ২০০
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২০০ রানে (৫৮.৪ ওভার) পৌঁছেছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৫৯ রান এবং তাইজুল ইসলাম ৫ রানে ব্যাট করছেন।

মেহেদীর বিদায়
চা-বিরতির পর প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৭ উইকেটে বাংলাদেশের রান ১৯৪ রান। মেহেদী ৩৮ রানে যাদবের বলে বোল্ড হন।

মুশফিকের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।

চা-বিরতিতে বাংলাদেশ ১৯১/৬
তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ করতে পেরেছে ৬ উইকেটে ১৯১ রান। খেলা হয়েছে ৫৪ ওভার।

বাংলাদেশ এখনও ১৫২ রানে পিছিয়ে। এই সেশনে ৩২ ওভারে আসে ১৩১ রান, উইকেট হারায় ২টি।

মুশফিকুর রহিম ৫৩ রানে এবং মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৩৮ রানে।

মুশফিক-মেহেদী জুটির ৫০
মুশফিক-লিটন জুটির পঞ্চাশের পর আরও এক জুটিতে পঞ্চাশ এসেছে। এবার মুশফিকের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এই জুটির ফিফটি হয় কেবল ৮২ বলে।

জুটিতে ৩২ করেছেন মেহেদী, ১৮ রান মুশফিকের।

৫৩ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৫।

মুশফিকের ফিফটি
টেস্টে আরও এক ফিফটি করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ১০১ বলে ৬টি চারের মার দিয়ে তিনি ৫০ রানে পৌঁছান।

প্রথম ইনিংসেও মুশফিক করেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান।

১৫০ পেরুল বাংলাদেশ
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এ দুজনের ৬৩ রানের জুটি ভাঙে ১৩৫ রানে লিটনের বিদায়ের মাধ্যমে।

এরপর মুশফিক-মেহেদী বাংলাদেশের রানকে দেড়শ'র কোটা পার করান। ৪৩.৪ ওভার লাগে ১৫০ রান করতে।

তবে ইনিংস পরাজয়ের মুখে রয়েছে বাংলাদেশ। ভারতকে দ্বিতীয়বার ব্যাট করতে পাঠাতে এই ইনিংসে বাংলাদেশকে করতে হবে অন্তত ৩৪৩ রান!

মুশফিক-মেহেদী ক্রিজে থাকলেও টেস্ট ম্যাচের অবস্থা বিবেচনায় এটা দুঃসাধ্য!

লিটন দাসের বিদায়
১৩৫ রানে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন লিটন দাস। এরআগে তিনি করেছেন ৩৯ বলে ৩৫ রান। লিটনের ইনিংসে ছিল ৬টি চারের মার। ভাঙল ৬৩ রানের জুটি।

উইকেটে মুশফিকের (৩৫ রান) সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিক-লিটন জুটির ৫০
রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন বোলিংয়ে আসার পর লিটন দাস ও মুশফিকুর রহিমকে দেখা গেল অন্য রূপে। দুজনের ব্যাট থেকে রান আসে ওয়ানডে গতিতে। জুটির ফিফটি হয় কেবল ৫১ বলেই!

জুটিতে ২৩ বলে ২৭ করেছেন লিটন, ২৮ বলে ২৬ মুশফিক।

৩৫ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১২৫।

৫ উইকেটে ১০০ পার বাংলাদেশের
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদকে হারিয়ে ইনিংসের পরাজয়ের মুখে থাকা বাংলাদেশ কোনোমতে ১০০ পার করেছে।

৩১তম ওভারে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১০০/৫; মুশফিক ২০ ও লিটন দাস তখন ১৮ রানে ব্যাট করছিলেন।

রিয়াদও আউট
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দেওয়ার আগে করেন মাত্র ১৫ রান।

৭২ রানে ৫ম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

উইকেটে মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ৬০/৪
প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে দিক হারানো বাংলাদেশ তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে। স্কোরবোর্ডে রান জমা পড়েছে মাত্র ৬০। ভারত থেকে এখনও ২৮৩ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে ৬ উইকেট। এই সেশনে ২২ ওভারে আসে ৬০ রান, উইকেট হারায় ৪টি।

উইকেটে মুশফিক আছেন ৯ রান ও রিয়াদ আছেন ৬ রান নিয়ে। বিরতি পর্যন্ত এই জুটিতে রান এসেছে ১৬। দিনের খেলা হয়েছে ২২ ওভার।

মিঠুনের বিদায়
ঠিক আগের ওভারে রিভিউ থেকে বেঁচেছিলেন মিঠুন। পরের ওভারে মোহাম্মদ শামির শট বলে মায়াঙ্কা আগারওয়ালের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। ২৬ বলে ১৮ রান করেছেন মিঠুন।

বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট। দলের রান ৪৪/৪; ইনিংস পরাজয় এড়াতে এখনও দরকার ২৯৯ রান।

মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ভারতের রিভিউ শেষ
রিভিউ নিয়ে মমিনুলকে ফেরানোর পরের ওভারে আবারও রিভিউ নিলেন ভিরাট কোহলি। এবার জেতেননি আর। উলটো রিভিউ হারালেন তিনি। দিনের ১৪ ওভারের মধ্যে তিনবার রিভিউ নেওয়া ভারত দুইবারই হারল, সেই সঙ্গে শেষ হলো তাদের এই বলে নিতে পারা রিভিউয়ের কোটা।

এবার ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ মিঠুন।

রিভিউ নিয়ে মমিনুলকে ফেরালেন শামি
৩৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়েছে বাংলাদেশের। এবার আউট হয়ে ফিরলেন অধিনায়ক মমিনুল হক, মাত্র ৭ রান করেন তিনি। এবার বোলার মোহাম্মদ শামি। শামির বল মমিনুলের প্যাডে লাগলে ভারতীয়দের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন কোহলি। আগে রিভিউ নিয়ে একবার হারলেও এবার ঠিকই জিতেছে ভারত।

যাদব-ইশান্তের মত উইকেট নিলেন শামিও।

উইকেটে মিঠুনের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম।

সাদমান ইসলামও আউট
দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে সাদমান ইসলামও আউট হয়ে গেছেন। দলীয় রান ১৬-এ রেখে ইশান্ত শর্মার বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরআগে করেন মাত্র ৬ রান। প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন এই ওপেনার।

অধিনায়ক মমিনুল হকের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুন।

ইমরুল কায়েসের বিদায়
দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ইমরুল কায়েস আউট হয়ে গেছেন। দলীয় রান ১০-এ রেখে উমেশ যাদবের বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরআগে করেন মাত্র ৬ রান। প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন এই ওপেনার।

সাদমান ইসলামের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অধিনায়ক মমিনুল হক।

ব্যাট করতে নেমেছেন সাদমান-কায়েস
ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ওপেন করতে নেমেছেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। প্রথম ইনিংসে দুজনই ব্যর্থ হয়েছেন। দুজনের ব্যাট থেকে এসেছিল ৬ রান করে।

ভারতের ইনিংস ঘোষণা
৮৬ রানে দিন শুরু করা ভারত দ্বিতীয় দিন শেষ করে ৬ উইকেটে ৪৯৩ রানে। ওই রানেই ইনিংস ঘোষণা করল ভারত।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

[উল্লেখ্য, এই প্রতিবেদনটি দিনভর খেলার নানা ঘটনার সঙ্গে আপডেট হয়]

আপনার মন্তব্য

আলোচিত