স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি, ২০২০ ১১:০০

একচেটিয়া ম্যাচে মেসির গোলে বার্সার জয়

বল দখলের লড়াই আর আক্রমণে একচেটিয়া প্রভাব রাখলেও গোল পেতে ভুগতে হয়েছে বার্সেলোনাকে। শেষ পর্যন্ত লিওনেল মেসির একমাত্র গোলে কাম্প নউয়ে রোববার রাতে লা লিগায় গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লিগের শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় গ্রানাদার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে সে পরাজয়ের বদলা নিল কাতালান ক্লাবটি।

ম্যাচে ৮৩ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। তবে প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত। অঁতোয়ান গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন আর্তুরো ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।

আরনেস্তো ভালভারদেকে বহিস্কারের পর নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে দলটির শুরুটা ভালোই হলো, তা বলাই যায়।

২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫।

আপনার মন্তব্য

আলোচিত