স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২০ ১৫:২৫

১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে

১৫ ফেব্রুয়ারি পুরো সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন সংস্করণেই জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এই সিরিজে এক টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এফটিপিতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট আর পাঁচ টি-টোয়েন্টির সিরিজ থাকলেও তা দুই বোর্ড বদলে নিয়েছে। যোগ করেছে ওয়ানডেও।

একমাত্র টেস্টের আগে ১৮-১৯ ফেব্রুয়ারি একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ পাবে সফরকারীরা। তবে এই প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করা হয়নি। ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট।

টেস্টের পরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২ ও ৬ মার্চ হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আবার হবে ঢাকায়। ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফিরে যাবে জিম্বাবুয়ে।

আপনার মন্তব্য

আলোচিত