স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২০ ১২:৩৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেকেই শূন্য রানে আউট সাইফ

রাওয়ালপিন্ডির পেস সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে দিয়েছে পাকিস্তান। উইকেট আর পরিস্থিতি বিচার করে বাংলাদেশও একাদশে রেখেছে তিন পেসার। অনুমিতভাবেই অভিষেক হচ্ছে ওপেনার সাইফ হাসানের।

তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। তামিমের সঙ্গে অভিষেক ম্যাচে ওপেন করতে নামা সাইফ হাসান ফেরেন সাজঘরে শূন্য রানে। এরপর ফিরে গেছেন বিরতির পরে টেস্টে ফেরা তামিমও।  প্রথম ওভারের তৃতীয় বলে শাহীন আফ্রিদির বল ছুঁয়ে দেন সাইফ হাসান। স্লিপে অবস্থানরত আসাদ শফিক দারুণভাবে বলটি হস্তগত করেন। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাইফ। অপরদিকে দ্বিতীয় ওভারে মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হন তামিম।  

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্ত ২০ রানে ক্রিজে আছেন। অধিনায়ক মুমিনুল হক তাকে সঙ্গ দিয়ে খেলছেন। বাংলাদেশ ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ,লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন,

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

আপনার মন্তব্য

আলোচিত