স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৫৫

চৌদ্দ ম্যাচ পর হারল লিভারপুল

পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখালেও আতলেতিকো মাদ্রিদের জমাট রক্ষণের কিছুই করতে পারল না উড়তে থাকা লিভারপুল। পারল না শুরুর দিকে হজম করা গোলটি শোধ করতে। সেই গোলই চৌদ্দ ম্যাচ পর হারের স্বাদ দিল ইয়ুর্গেন ক্লপের দলকে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে আতলেতিকোর মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে ছন্দে থাকা লিভারপুল। ম্যাচের শুরুতেই একমাত্র গোলটি করেন স্বাগতিক দলের মিডফিল্ডার সাউল নিগেস।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল আতলেতিকো।

উল্লেখ্য, গত মৌসুমে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতেই ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নার থেকে গোলপোস্টের খুব কাছে বল পান সাউল নিগেস। ডান পায়ের শটে অনায়সেই জালে বল জড়ান এই স্প্যানিশ ফুটবলার। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচে পার্থক্য গড়ে।

দিনের অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে পিএসজি।

আপনার মন্তব্য

আলোচিত