স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০২০ ১২:০৮

সাইফকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারলেন না সাইফ হাসান। যদিও লম্বা সময়ে ধরে ব্যাটিংয়ের খ্যাতি রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে এ কাজে ভালোই হাত পাকিয়েছেন তিনি।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারলেন না জাতীয় দলের এ ওপেনার। ১২ বল খেলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

জিম্বাবুয়ে ২৬৫ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাইফ প্রথম ৩ ওভারে জমাট ব্যাট করায় মনে হচ্ছিল দুজনের জুটিটা টিকবে। কিন্তু ভুলটা করে বসেন সাইফ। অফ স্টাম্পের বাইরে টানা বল করে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন জিম্বাবুয়ের পেসাররা। চতুর্থ ওভারের শেষ বলে ভিক্টর নুয়াচির এমনই এক ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন সাইফ (৮)।

উইকেটে রয়েছেন এখন দুই বাঁহাতি—তামিম ও নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে ১০ রান তুলে এক প্রান্ত ধরে রেখেছেন তামিম। মধ্যাহৃভোজ বিরতির আগে ৮ ওভারে ১ উইকেটে ২৫ রান তুলেছে বাংলাদেশ। সাইফ আউট না হলে মধ্যাহৃভোজটা আরও স্বস্তি নিয়ে সারতে পারত বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত