ক্রীড়া প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:৩৮

অনুশীলনে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামার আগে অনুশীলন করছে বাংলাদেশ দল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা অনুশীলন শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অনুশীলন করবে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুশীলন করে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: চামু চিবাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাদভেরে, ক্রিস্টোফার এমপোফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।

 

আপনার মন্তব্য

আলোচিত