ক্রীড়া প্রতিবেদক

০৩ মার্চ, ২০২০ ১৬:৪৬

তামিমের দেড়শ’তে বাংলাদেশের বড় সংগ্রহ

জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান তুলেছে বাংলাদেশ। আগের ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ। পরের ম্যাচেই সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল টাইগাররা। আর এর সবটাই সম্ভব হয়েছে তামিমের সৌজন্যে। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার ১৫৮ রানের ইনিংসটি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যেও সর্বোচ্চ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোস্তাফিজুর রহমান, তাদের বদলে দলে সুযোগ পেয়েছেন পেসার আল-আমিন এবং শফিউল ইসলাম।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন তামিম ইকবাল এবং লিটন দাস। তবে ইনিংসের ৭ম ওভারে তামিমের শট মুম্বার হাতে ছুঁয়ে লাগে স্ট্যাম্পে আর সে সময় উইকেটের বাইরেই ছিলেন গেল ম্যাচে শতক হাঁকানো লিটন। আর তাতেই রান আউট হয়ে ফিরতে হয় এই ব্যাটসম্যানকে। দলীয় ৩৮ এবং ব্যক্তিগত মাত্র ৯ রানে ফিরতে হয় এই ওপেনারকে।

লিটন ফিরলে উইকেটে আসেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই ফিরতে হয় অদ্ভুতুড়ে রান আউট হয়ে। ১১তম ওভারের দ্বিতীয় বল ফাইন লেগে ঠেলে দেন শান্ত। তবে রানের জন্য দৌড় দেননি কিন্তু অপর প্রান্তে থাকা তামিম দৌড়ে চলে যান স্ট্রাইক প্রান্তে অগ্যতায় রান নেওয়ার জন্য উইকেট ছেড়ে শান্ত। কিন্তু তখন দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত দু'জনের ভুল বোঝাবুঝিতে ফিরতে হয় শান্তকে। দলীয় মাত্র ৬৫ রানে ৯ রান করা শান্তকে ফিরতে হয়।

হঠাৎ দুই উইকেট হারিয়ে যখন অস্বস্তিতে বাংলাদেশ ঠিক তখনই উইকেটে আসলেন মুশফিকুর রহিম। তামিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়লেন হাঁকালেন ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতকও। আর এরপরেই মাধেভেরের শিকার হয়ে ফিরলেন দলীয় ১৫২ রানে। আউট হওয়ার আগে মুশফিক ৫৫ বলে করেন ৫০ রান। এরপর তামিমের সঙ্গে ৪র্থ উইকেটে রিয়াদ গড়লেন শতরানের জুটি। তবে ৪৩তম ওভারে ব্যক্তিগত ৪১ রানে ফেরেন রিয়াদ। আর তাতেই ভাঙে তামিমের সঙ্গের ১০৬ রানের জুটি।

প্রায় দু'বছর পর শতকের দেখা পেলেন তামিম ইকবাল। আর শতক হাঁকিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগৎ রান ছিল ১৫৪। অবশ্য সেই ইনিংসটিও ছিল তামিমের আর জিম্বাবুয়ের বিপক্ষেই। আর নিজের রেকর্ড ভেঙে সোমবার সিলেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগৎ রান করলেন ১৫৮। আউট হওয়ার আগে ২০টি চার আর ৩টি ছয়ে ১৩৬ বলে তামিম ইকবাল করেন ১৫৮ রান।

তামিম ফিরলে দ্রুতই ফেরেন মিরাজ (৫) মাশরাফি (১) এবং তাইজুল (০)। শেষ দিকে মিঠুনের ১৮ বলের ৩২ রানের ক্যামিওতে ৩২২ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। আর জিম্বাবুয়ের সামনে ছুঁড়ে দেয় ৩২৩ রানের পাহাড়সম রানের জয়ের লক্ষ্য। রোডেশিয়ানদের হয়ে  ডোনাল্ড তিরিপানো এবং কার্ল মুম্বা ২টি করে উইকেট নেন আর একটি করে উইকেট নেন ওয়েসলি মাধেভেরে এবং চার্লটন শুমা।

আপনার মন্তব্য

আলোচিত