০৪ মার্চ, ২০২০ ১১:৪৯
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিপদে ফেলে দিয়েছে ইতালির ক্রীড়াঙ্গনকে। শুরুতে দর্শকহীন মাঠে খেলা চালানোর পরিকল্পনা ছিল। এবার তো ম্যাচই স্থগিত হয়ে গেলো সেই আতঙ্কে!
বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল জুভেন্টাস ও এসি মিলানের। ভাইরাসের কারণে দেশটির পরিস্থিতি নাজুক হওয়ায় ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জুভেন্টাস বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী দিনক্ষণ জানানো হবে।’
দ্বিতীয় লেগটি হওয়ার কথা ছিল আলিয়াঞ্জ এরেনায়। প্রথম লেগে দুই দলই ছিল সমতায়। ড্র হয়েছে ১-১ গোলে।
অবশ্য এমন আতঙ্কের কারণ দ্রুত মৃতের সংখ্যা বেড়ে যাওয়া। ২৪ ঘণ্টায় ইতালিতে এই ভাইরাসে মারা গেছেন ২৭জন। মোট মৃতের সংখ্যা এখন ৭৯! এই অবস্থায় সিরি আ’তে গত সপ্তাহে মাঠে গড়িয়েছে মাত্র ৪টি ম্যাচ। একই আতঙ্কে সুইজারল্যান্ডের শীর্ষ ফুটবল লিগই এখন স্থগিত।
আপনার মন্তব্য