ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২০ ১৬:১৯

লিটনের সেঞ্চুরির পর বৃষ্টির হানা

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১৪ বল খেলে তিনি তার শতক পূরণ করেন। এটা সিরিজে তার দ্বিতীয় শতক। আর ক্যারিয়ারের তৃতীয়।

এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির আসার আগে ৩৩ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান।

লিটন দাস ১২৬ বল খেলে করেছেন ১০২ রান। তার এ ইনিংসে রয়েছে ১৩টি চারের মার ও তামিম ইকবাল করেছেন ৮৪ বলের বিনিময়ে ৭৯ রান। যার মধ্যে ৩ চার ও ৪ ছয়ের দেখা পেয়েছে দর্শক।

আপনার মন্তব্য

আলোচিত