
২১ জুন, ২০২০ ১৮:১০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবলীগ নেতা শহিদ উদ্দিন জিসনু (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। রোববার (২১ জুন) জিসনুর করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে ১৬ জুন সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতির ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাও গ্রামের মৃত সামছু উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ উদ্দিন জিসনু গত কয়েকদিন যাবত করোনা উপসর্গ নিয় অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে আত্মীয় স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৬ জুন তিনি মারা যান।
মৃত্যুর পর হাসপাতাল কৃতৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠায়। রোববার জিসনুর রির্পোটে তার শরিরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।
আপনার মন্তব্য