নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২১ ২২:১৯

লকডাউনের প্রথম দিনে নগরীর ছয় প্রবেশ পথে এসএমপির চেকপোস্ট

লক ডাউনের প্রথমদিনে এসএমপি'র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৫ এপ্রিল) তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়ি(ঢাকা-সিলেট) মহাসড়ক, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীতে মাইকিং করানো হয়।

পুলিশ জানায়, এছাড়া সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় জরিমানা করা হয়। এসময় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। খাওয়ার হোটেল পাপড়ী ২০০০ টাকা হোটেল পায়রা ২০০০ টাকা, জুয়েলার্সের দোকানে ১০০০ টাকা ও অন্যান্য ব্যক্তিদের ১২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত