ছাতক প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২১ ২১:৪৫

‘শ্রমিক সংকট নিরসনে কম্বাইন হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দিচ্ছে কৃষকদের হাতে। কৃষিখ্যাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টার তুলে দিয়ে তিনি আরও বলেন, এলাকার কৃষরা যাতে এ মেশিন ব্যবহার করে উপকৃত হতে পারে সেদিনও খেয়াল রাখতে হবে। বতর্মান পরিস্থিতিতে কৃষি কাজে শ্রমিক সংকট নিরসনে এ মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তায় কৃষকের মধ্যে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কম্বাইন হারভেস্টার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়সহ কৃষি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধান চাষাবাদ হয়েছে ১৪হাজার ৮শ ৭০হেক্টর জমিতে। কৃষকরা সঠিকমতো ধান ঘরে তুলতে পারলে লক্ষ্যমাত্রা পূরণ হবে। ৭০শতাংশ ভর্তুকি দিয়ে ৩১লক্ষ টাকা মূল্যের ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন এ মৌসুমে পাবে।

আপনার মন্তব্য

আলোচিত