বড়লেখা প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২১ ২১:৫১

নির্দেশ না মেনে দোকান খোলা রাখায় বড়লেখায় ১০ দোকানিকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নির্দেশ না মেনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ১০ দোকানিকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বড়লেখা পৌর শহর, উপজেলার কাঠালতলী, রতুলী, দক্ষিণভাগ বাজারে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যারা সরকারিবিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মন্তব্য

আলোচিত