বড়লেখা প্রতিনিধি :

২১ মার্চ, ২০১৬ ২৩:৪৮

বড়লেখায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীর জরিমানা

বড়লেখায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রোববার রাতে ও সোমবার দুপুরে ৬ চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও দুই সমর্থককে ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার লাগানো, সরকারী ভূমিতে নির্বাচনী অফিস স্থাপনের দায়ে সোমবার দুপুরে দাসেরবাজার ইউপির বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আকমল আলী, আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল মুকিত ও ৭নং ওয়ার্ড মেম্বার ইউসুফ আলীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাচনী অফিসের আংশিক সরকারী ভূমিতে হওয়ায় নিজবাহাদুরপুর ইউপির বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিনের ভাই আব্দুল আজিমকে রোববার রাতে ১ হাজার ৫শ’ টাকা, সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ময়নুল হকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার দায়ে সমর্থক মারুফ আহমদকে ৩শ’ টাকা ও নাজিম উদ্দিনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত