নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৬ ২১:০৬

গোলাপগঞ্জে আ. লীগ ৩, বিএনপি ৪ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। ১১ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩টি, বিএনপির মনেনানীত প্রার্থী ৪ টি, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

গোলাপগঞ্জের ১ নং বাঘা ইউনিয়নে বিএনপি বিদ্রোহী ছানা মিয়া (আনারস), ২ নং সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী আশফাক আহমদ চৌধুরী (ধানের শীষ), ৩ নং ফুলবাড়ি ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান (ধানের শীষ), ৪ নং লক্ষীপাশা ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী কবির আহমদ মুসন (ঘোড়া), ৫ নং বুধবারী বাজার ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. মস্তাব উদ্দিন (চশমা), ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী শেখ মো, আব্দুর রহিম (ঘোড়া), ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নে বিএনপির প্রার্থী নাছিরুল হক শাহীন (ধানের শীষ), ৮ নং ভাদেশ্বর ইউনিয়নে বিএনপির জিলাল উদ্দিন (ধানের শীষ), ৯নং উত্তর বাদেপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাক আহমদ (নৌকা), ১০ নং পশ্চিম আমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মঈন উদ্দিন (নৌকা) ও ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নে আ. লীগের এমএ মুহিত হীরা (নৌকা) বিজয়ী হয়েছেন।

শনিবার রাতে স্থানীয় সূত্রে এ ফলাফল জানা গেছে। এখনো প্রার্থীদের প্রাপ্ত ভোটের নিশ্চিত হিসেব পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত