তাহিরপুর প্রতিনিধি

৩০ মে, ২০১৭ ১৬:৩৩

তাহিরপুরে মা’কে মারধরের অপরাধের ছেলের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্ত্রীর প্ররোচনায় মাকে মারপিট করার অপরাধে আতিকুর রহমান নামের এক ছেলেকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মৃত আবুল ফজল শাহর ছেলে আতিকুর রহমান শাহকে ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

তাহিরপুর থানার এএসআই মো. রেজাউর রহমান জানান, উপজেলার বীরনগর গ্রামের আতিকুর রহমান শাহ তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা শিক্ষক স্ত্রীর প্ররোচনায় বয়োবৃদ্ধা মা কমলা বেগম (৬৫) কে সোমবার বিকালে প্রকাশ্যে বেধরকভাবে মারপিট করে। প্রতিকার চেয়ে নির্যাতিত মা ছেলের বিরুদ্ধে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ আতিকুরকে গ্রেপ্তার করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সোমবার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিজ মা কে মারপিট করার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৮৬০ সালের ১৬০ দণ্ডবিধিতে আতিকুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর।

আপনার মন্তব্য

আলোচিত