নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০১৫ ১৩:০৫

পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে বন্যা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

ছবি : হাসান মোরশেদ

মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়েছে সীমান্তবর্তী গোয়াইন ঘাট উপজেলা। ঢলের কারনে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। উপজেলার প্রায় সড়ক সড়ক ডুবে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
 
টানা বৃষ্টির কারনে বেড়ে চলছে উপজেলার ভেতর দিয়ে প্রবাহমান সারি গোয়াইন নদীর পানি। গোয়াইন উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে পূর্ব জাফলং, আলীর গাও, রুস্তুমপুর, লেংগুরা, তােয়াকুল, ডৌবাড়ি ইউনিয়ন ঢলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাফলং চা বাগানসহ আশপাশের আরো কয়েকটি চা বাগানের অনেকাংশই প্লাবিত হয়ে পড়েছে। বন্ধ রয়েছে উৎপাদন।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্কুল শিক্ষার্থীদের সাতরে, কলার ভেলা দিয়ে পরীক্ষা দিতে স্কুলে যেতে হচ্ছে। ঢলের কারনে কমে গেছে জাফলংয়ে পর্যটকের সংখ্যা।

বন্যা পরিস্থিতি সরজেমিতে দেখতে বের হয়েছেন বলে জানিয়েছেন উপজলে নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আলহমদ।



আপনার মন্তব্য

আলোচিত