ছাতক প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৫১

ছাতকে অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জের ছাতকে ৪ দিনব্যাপী অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিআরডিবি হল রুমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৩ ইউনিয়নের ৪০ জন সমবায়ী কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও প্রশিক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন সুনামগঞ্জের উপ-পরিচালক আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তিতুমির।

আরও বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

প্রসঙ্গত, আগামী সোমবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত